॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের উদ্যোগে পৌরসভার পারনারায়নপুর, মৃগীডাঙ্গা, সাবেক নারায়নপুর ও মৌকুড়ী ৪টি গ্রামের সমন্বয়ে ১টি গোরস্থান প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল শুক্রবার সকালে পারনারায়নপুর চৌরাস্তা ঈদগাহ মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় পাংশা শাহজুঁই(রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ আবু মুসা আশয়ারী, কালুখালী কলেজের অধ্যক্ষ একেএম জয়নাল আবেদীন, পাংশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক মেহেদী হাসান লিটন, পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিরর মোতালেব হোসেন মোল্লা, পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ দারোগ আলী, পাংশা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডিডিসি লিমিটেড’র কলিমহর প্রকল্পের কর্মকর্তা সুব্রত কুমার দে, মোঃ হাসান আলী মাষ্টার, মোঃ শাহজাহান আলী, পাংশা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তামেজ সরদার, মমিনুল ইসলাম মমিন ও মোঃ ফারুক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তারা পারনারায়নপুর, মৃগীডাঙ্গা, সাবেক নারায়নপুর ও মৌকুড়ী ৪টি গ্রামের সমন্বয়ে ১টি গোরস্থান প্রতিষ্ঠাসহ অত্র এলাকা ঘিরে উপ-শহর হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস বলেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় পৌরসভার মধ্যে চন্দনা নদীতে পৃথক ৪টি ব্রিজ নির্মানের প্রকল্প পাস হয়েছে। অত্র এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার গুরুত্বারোপ করে মেয়র মাসুদ বিশ্বাস গোরস্থান প্রতিষ্ঠায় ২লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা দিন। মতবিনিময় সভায় গোরস্থান প্রতিষ্ঠায় দারোগ আলী কমিশনার ১লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্যান্য বক্তাগণও গোরস্থান প্রতিষ্ঠায় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় পাংশা পৌরসভার ৪নং ওয়ার্ডের ধর্মীয় সম্পাদক মোঃ নাদের হোসেন, মাশরুম কেন্দ্রের পরিচালক কে.এম ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন, মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, মোঃ ইউনুস হোসাইন, খায়রুল হাসান মাস্টারসহ পারনারায়নপুর, মৃগীডাঙ্গা, সাবেক নারায়নপুর ও মৌকুড়ী গ্রমের লোকজন উপস্থিত ছিলেন।