॥তন্ময় বিশ্বাস॥ ‘তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতিরাতে বিরুদ্ধতার চাবুক উঠাও হাতে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী শহর কমিটির প্রথম সম্মেলন।
গতকাল ২২শে ডিসেম্বর রাজবাড়ী শহরের খলিফাপট্টি স্বাস্থ্য সেবা কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করেন ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি আব্দুল হালিম বাবু।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সুকুমার সরকার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শরিফুল আনোয়ার স্বজ্জন ও কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান নোবেল উপস্থিত ছিলেন।
সংঠনের আহ্বায়ক রাতুল হাসান জনির সভাপতিত্বে ও কাওছার আহম্মেদ রিপনের পরিচালনায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা সিপিবির সভাপতি মোঃ আব্দুর সামাদ মিয়া, সাধারণ সম্পাদক, সদস্য ধীরেন্দ্র নাথ দাস, প্রগতি শীল লেখক ও সাবেক ছাত্র নেতা সুদেব চক্রবর্তী, ফরিদপুর জেলার সাংগঠনিক সম্পাদক আব্রাহাম ইতুনাদিম, ছাত্র ইউনিয়নের জেলা কমিটির সাধারন সম্পাদক প্রসেনজিৎ কুমার রায় বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা একই ধারার বিজ্ঞানভিত্তিক অসাম্প্রদায়িক শিক্ষা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ বাতিল, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বানিজ্য বন্ধ করার দাবী জানান।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কাউছার আহম্মেদ রিপনকে সভাপতি ও আজিজুল হাকিম বাপ্পিকে সাধারণ সম্পাদক করে ১৫সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এরপর একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মুক্তিযোিদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়।