॥মোখলেছুর রহমান॥ গত ঈদুল আযহার পূর্বে পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল ২৭শে দুপুর ১টায় কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের, কালুখালী থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান হালিমা খাতুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৫জন গরু ব্যবসায়ীকে ৭হাজার ৫শত টাকার চেক ও ৩কেজি করে চাল প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৩০শে আগস্ট ঈদুল আযহার মাত্র ৩দিন আগে গরু বোঝাই একটি ট্রলার রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে প্রায় ১শত গরু মারা যায়। এর মধ্যে কালুখালীর বেশ কিছু গরু ব্যবসায়ীর গরু ছিল।