॥স্টাফ রিপোর্টার॥ প্রথমবারের মত রাজবাড়ী জেলা পরিষদের নির্বাচন গতকাল ২৮শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী ফকীর আব্দুল জব্বার তালগাছ প্রতীকে ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি রাজবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি রকিবুল হাসান পিয়াল(আনারস) পান ৮৫ ভোট। মোট ১৫টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রাপ্ত ভোট পর্যালোচনায় দেখা যায়, রাজবাড়ীর ২টি সংসদীয় এলাকার মধ্যে সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-১ আসনের ভোট কেন্দ্রগুলোতে রকিবুল হাসান পিয়াল অপেক্ষাকৃত ভাল ভোট পেয়েছে। এমনকি ১টি কেন্দ্রে (৪নং কেন্দ্রে) সে ফকীর আব্দুল জব্বারের চেয়ে বেশী ভোট পেয়েছে। কয়েকটি উভয়ের প্রাপ্ত ভোটের সংখ্যা কাছাকাছি।
অপরদিকে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি নিয়ে গঠিত রাজবাড়ী-২ সংসদীয় আসনের আওতাভুক্ত ৮টি ভোট কেন্দ্র মিলে রকিবুল হাসান পিয়াল পেয়েছে মাত্র ১০ ভোট। ৩টি কেন্দ্রে সে কোন ভোটই পায়নি। তার বিপরীতে ফকীর আব্দুল জব্বার পেয়েছেন ৩০৬ ভোট। সার্বিক পর্যালোচনায় বলা চলে, রাজবাড়ী-২ সংসদীয় আসনে ফকীর আব্দুল জব্বারের ছিল ভোটের জোয়ার।
ভোট কেন্দ্রগুলোর মধ্যে গোয়ালন্দ পৌরসভা, দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত জুড়ান মোল্লার পাড়ার শহীদ স্মৃতি সরকারী উচ্চ বিদ্যালয়ের ১নং ভোট কেন্দ্রে ফকীর আব্দুল জব্বার ৪১ ভোট ও রকিবুল হাসান পিয়াল ১ভোট, গোয়ালন্দ উপজেলাধীন দেবগ্রাম, ছোট ভাকলা ইউনিয়ন ও রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত চর কাঁচরন্দের চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর ২নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ৩৩ ভোট ও পিয়াল ৫ভোট, সদর উপজেলার খানগঞ্জ, চন্দনী ও মিজানপুর ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত চন্দনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ২০ ভোট ও পিয়াল ১৯ ভোট; সদর উপজেলার রামকান্তপুর, আলীপুর ও ও বানীবহ ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত রামকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪নং ভোটকেন্দ্রে ফকীর জব্বার ১৮ভোট ও পিয়াল ২১ ভোট, সদর উপজেলাধীন দাদশী, পাঁচুরিয়া ইউনিয়ন ও রাজবাড়ী পৌরসভার ভোটারদের নিয়ে গঠিত শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫নং ভোটকেন্দ্রে ফকীর জব্বার ৩২ ভোট ও পিয়াল ৭ ভোট, সদর উপজেলাধীন শহীদ ওহাবপুর, খানখানাপুর ও মূলঘর ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত আলহাজ্ব নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ২২ ভোট ও পিয়াল ১৭ ভোট, সদর উপজেলার বসন্তপুর, সুলতানপুর ইউনিয়ন ও বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ৩৩ ভোট ও পিয়াল ৫ ভোট, বালিয়াকান্দি উপজেলার বহরপুর, বালিয়াকান্দি ও জঙ্গল ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ৩৭ ভোট ও পিয়াল ৩ ভোট, বালিয়াকান্দি উপজেলাধীন ইসলামপুর, নবাবপুর ও নারুয়া ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত নবাবপুর উচ্চ বিদ্যালয়ের ৯নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ৩৭ ভোট ও পিয়াল ১ভোট, কালুখালী উপজেলার মাজবাড়ী, মদাপুর ও মৃগী ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত মাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১০নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ৪০ ভোট ও পিয়াল ০(শূণ্য) ভোট, কালুখালী উপজেলাধীন রতনদিয়া, কালিকাপুর ও বোয়ালিয়া ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের ১১নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ৩৯ ভোট ও পিয়াল ১ ভোট, পাংশা উপজেলার মৌরাট, বাবুপাড়া ইউনিয়ন ও পাংশা পৌরসভার ভোটারদের নিয়ে গঠিত পাংশা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ৩৮ভোট ও পিয়াল ৩ভোট, পাংশা উপজেলার কলিমহর, মাছপাড়া ও সরিষা ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত কলিমহর সাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৩নং ভোটকেন্দ্রে ফকীর জব্বার ৩৬ ভোট ও পিয়াল ২ভোট, পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর ও যশাই ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত হাবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৪নং ভোটকেন্দ্রে ফকীর জব্বার ৪০ ভোট ও পিয়াল ০(শূণ্য) ভোট এবং পাংশা উপজেলার পাট্টা, কসবামাজাইল ইউনিয়ন ও কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ভোটারদের নিয়ে গঠিত পাট্টাজোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১৫নং ভোট কেন্দ্রে ফকীর জব্বার ৩৯ ভোট ও পিয়াল ০(শূণ্য) পেয়েছেন।