॥চঞ্চল সরদার॥ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তীতে পদার্পণ উপলক্ষে রাজবাড়ীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫শে নভেম্বর বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা শাখার আয়োজনে শহরের ১নং রেলগেটস্থ বটতলা থেকে বের র্যালী হয়ে বাজার প্রদিক্ষণ করে। পরে বটতলার মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি ডাঃ সুনীল কুমার বিশ^াস।
আলোচনা সভায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সংগীতা ইমাম, জেলা উদীচীর সহ-সভাপতি সৌমেন দাস ভরত, সাধারণ সম্পাদক আজিজুল হাসান খোকা, প্রফেসর শংকর চন্দ্র সিনহা, দেবাহুতি চক্রবর্তী, মহিলা পরিষদের সভানেত্রী লাইলী নাহার প্রমুখ বক্তব্য দেন।
এরআগে বটতলা থেকে একটি র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন উদীচীর শিল্পীবৃন্দ।