শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচী আজ

  • আপডেট সময় শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৫শে নভেম্বর বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে গত ১৬ই নভেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. একেএম আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
কর্মসূচীর মধ্যে রয়েছে-সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরসহ সর্বস্তরের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। বেলা ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে চিত্রাংকন প্রতিযোগিতা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন। এছাড়াও সুবিধামতো সময়ে সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় ৭ই মার্চের ভাষণের উপর রচনা প্রতিযোগিতা এবং কুইজ ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!