॥মাহ্ফুজুর রহমান॥ রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ২৪শে নভেম্বর বিকালে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুরী গরীব শাহ্ দাখিল মাদ্রাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে পল্লী বিদ্যুতায়ন উদ্বোধন করেন।
চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যর সহধর্মিনী মিসেস রেবেকা সুলতানা সাজু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার গোলাম আহম্মদ, জেলা পরিষদের সদস্য মোঃ আলাউদ্দিন শেখ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ মোঃ সফিকুল হোসেন সফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহিম মোল্লা, চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, আনোয়ার হোসেন, শামচুজ্জামান মিন্টু প্রমুখ।
বিদ্যুতায়নের উদ্বোধনের মাধ্যমে চন্দনী ইউনিয়নের ৫টি গ্রামের(ডাউকি, বাড়াইজুরী, জৌকুড়া, সুকদেবপুর ও কাবিলপুর) ৪.১০৫ কিলোমিটার লাইনে ২০৭জন গ্রাহকের (২০৫ জন আবাসিক ও ২জন বাণিজ্যিক) পল্লী বিদ্যুৎ সংযোগের সুবিধা পাচ্ছে।