॥স্টাফ রিপোর্টার॥ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২১শে নভেম্বর বিকেল ৪টায় যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠান জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী,এসবিপি,ওএসপি,পিএসসি সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে স্বাগত ভাষন দেন। এরপর তিনি বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটেন।
পরে তিনি আমন্ত্রিত সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার সমূহের সদস্যদের সংবর্ধনা এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ শেষে অনুষ্ঠানে আমন্ত্রিতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য, সেনা, বিমান ও নৌ বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ, পদস্থ বেসামরিক কর্মকর্তা, যশোর ও পাশ্ববর্তী জেলা সমূহের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
স্বাগত ভাষনে জিওসি মেজর জেনারেল মোঃ নাঈম আশফাক চৌধুরী বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌ বাহিনীর কর্মকান্ড তুলে ধরে দেশ রক্ষায় তারা সর্বদা প্রস্তুত বলে অঙ্গীকার করেন।
পরে এরিয়া কমান্ডার অতিথিদের সাথে চা চক্রে মিলিত হন।