॥কবির হোসেন॥ রাজবাড়ী শহরের শ্রীপুরস্থ সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনে গতকাল ২৮শে ডিসেম্বর সকালে বার্ষিক মিলাদ মাহফিল ও পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়।
সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ওয়াজি উল্লাহ মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা প্রফেসর কুদরত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী আবুল কালাম আজাদ এবং জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম টিপু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের পরিচালক বদরুল হায়দার চৌধুরী বাবু। অনুষ্ঠান উপস্থাপনা করেন সানফ্লাওয়ার কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক নাসমীন সুলতানা। মিলাদ মাহফিল পরিচালনা করেন সিংগা-নিজাতপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোখলেসুর রহমান।