শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বাহাদুরপুর একাদশ চ্যাম্পিয়ন

  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল ১৭ই নভেম্বর বিকেলে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় কলিমহর ইউপির হোসেনডাঙ্গা নবজাগরণ গোষ্ঠী একাদশকে ২-১ গোলে হারিয়ে বাহাদুরপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। বিকেল পৌনে চারটার দিকে ফাইনাল খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
খেলা শেষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ বক্তব্য রাখেন।
তিনি বলেন, খেলাধুলা করলে শরীর সুস্থ্য থাকে। মনও ভালো থাকে। পরস্পরের মধ্যে বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা বৃদ্ধি হয়। শান্তিপূর্ণ পরিবেশে ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে খুব শিঘ্রই জেলা পর্যায়ে টিমের মাধ্যমে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা সরকারী কলেজের উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে.এম নজীব উল্লাহ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা থানার সেকেন্ড অফিসার এস.আই আবু শাহীন, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, কোলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশিষ্ট ক্রীড়াবিদ শাজাহানুল হক (জুয়েল মাস্টার), পাংশা শিল্পকলা একাডেমীর যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ খান, কলিমহর ইউপি আওয়ামী লীগ নেতা মতিয়ার বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমূখ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন মিজানুর রহমান মির্জু। তাকে সহযোগিতা করেন মোহাম্মদ ও শাহেদ আলী। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন বাহাদুরপুর একাদশের খেলোয়ার জীবন ও ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন একই দলের প্রশান্ত। অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে ট্রপি ও প্রাইজমানী প্রদান করেন অতিথিবৃন্দ। খেলায় ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মসলেম উদ্দিন মনির।
পাংশায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্লাব কাব্ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী ও রানারআপ দলকে ট্রপি ও প্রাইজমানী প্রদান করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!