॥মোক্তার হোসেন॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অগ্রাধিকার ভিত্তিতে অস্বচ্ছল গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার পারনারায়নপুর গ্রামে নির্মিত মুক্তিযোদ্ধা মরহুম শহিদুল ইসলাম মনু মাস্টারের বাড়ীর একতলা ভবনের চাবী গত ১৩ই নভেম্বর বিকেলে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
মুক্তিযোদ্ধা মরহুম শহিদুল ইসলাম মনু মাস্টারের পরিবারের হাতে একতলা ভবনের চাবী হস্তান্তর করেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
এ সময় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাঁদ আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুলাল বিশ্বাসসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা জানান, ২০১৬-২০১৭ অর্থ বছরে ৩কক্ষ বিশিষ্ট একতলা ভবনটি ৮লাখ ২৯হাজার ৭৭৬টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অগ্রাধিকার ভিত্তিতে অস্বচ্ছল গৃহহীন মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়িত এ ভবনটি ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সোহেল ট্রেডার্সের প্রোপ্রাইটর মোঃ দুলাল বিশ্বাস নির্মাণ করেন।
রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ভবনটির সকল কক্ষ পরিদর্শন ও পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।