॥রঘুনন্দন সিকদার॥ খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়ের আওতায় কম্বাইন হারভেস্টার প্রদর্শনীর মাঠ দিবস গতকাল ১০ই নভেম্বর বিকাল ৩টায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গড়াই নদীর পাড়ে অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস, প্রকল্প পরিচালক কৃষিবিদ ড. মোঃ শফিকুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, সোনাকান্দর আইএফএম কৃষক সংগঠনের সভাপতি মোঃ সাহেব আলী খান প্রমুখ।
এ সময় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার শ্যামল কুমার দে। মাঠ দিবস শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল আজিজ সোনাকান্দর আইএফএম কৃষক সংগঠনের ক্লাব ঘর পরিদর্শন করেন।