শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৫৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালীতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০১৭

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় গতকাল ৮ই নভেম্বর ক্রীড়া পরিদপ্তর বাংলাদেশ কর্তৃক আয়োজিত এবং জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৭-২০১৮ উপলক্ষে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের ও সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল। স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজনে কালুখালী উপজেলার শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। সাঁতার শেখা সব মানুষের জন্যই জরুরী। এটা একটা ভাল ব্যায়াম। সাইকেল চালানো ও দৌড়ানোও শরীরের জন্য ভাল এবং তাতে রোগ-বালাই কম হয়। সাঁতারে বাংলাদেশ বর্তমানে ভাল অবস্থানে আছে। এরমধ্যে রাজবাড়ী জেলা বেশী ভাল, কারণ বিগত দিনে রাজবাড়ীর সন্তানেরা সাঁতারে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি সাঁতার প্রশিক্ষণের জন্য কোন উপকরণ প্রয়োজন হলে তা প্রদান করার আশ্বাস দেন এবং খুব তাড়াতাড়ি উপজেলার পুকুর সংষ্কার করে সুন্দর পরিবেশ তৈরী করা হবে বলে জানান।
উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম বলেন, বর্তমান সরকার সাঁতার শিক্ষাকে খুব গুরুত্ব দিয়েছেন। কারণ আমরা পত্রিকা খুললেই দেখতে পাই, দেশের বিভিন্ন জায়গা পানিতে ডুবে মানুষ মার গেছে। বিশেষ করে মেডিক্যাল, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পানিতে ডুবে মারা যায়। এর প্রধান কারণ হলো সাঁতার না জানা। তাই প্রত্যেক অভিভাবকের প্রথম কাজ হবে সন্তানকে সাঁতার শেখানো। অলোচনা শেষে ৩০জন প্রশিক্ষণার্থীর হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে কালুখালী উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!