॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা মাদক বিরোধী টাস্কফোর্স গতকাল ৭ই নভেম্বর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয় ও পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ৭জন মাদকসেবীকে আটক করা হয়।
পরে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম ও শাহ মোঃ সজিব ভ্রাম্যমান আদালত গঠন করে প্রত্যেককে ১মাস করে কারাদন্ড প্রদান করেন। রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রাজীব মিনা এ তথ্য জানান।
সহকারী পরিচালক রাজীব মিনা আরো জানান, এ অভিযানে দৌলতদিয়া পতিতাপল্লীর পতিতা আছিয়া বাড়ীওয়ালীর ভাড়াটে আরিফা খাতুন (৩০)-এর ঘর থেকে ২৪পিচ বিয়ার উদ্ধার করা হয়। তবে অভিযান চলাকালে সে পলাতক ছিল।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় পলাতক আরিফা খাতুনকে আসামী করে মাদক আইনে মামলা করা হয়েছে। জেলা মাদক বিরোধী টাস্কফোর্সের এ অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, এনএসআই, আনসার ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের সদস্যরা অংশগ্রহণ করে।