॥মোখলেছুর রহমান॥ বজ্রপাত রোধে রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদের আয়োজনে গতকাল ৭ই নভেম্বর বিকেলে উপজেলা পরিষদ চত্বরে তালের বীজ রোপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে তাল বীজ রোপন করেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। এ সময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডঃ সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ জলিল, কালুখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রজব আলী এবং মদাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আসাদুজ্জামান তুরানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাম্প্রতিককালে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে দেশব্যাপী তাল গাছ রোপনের কর্মসূচী গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় কালুখালী উপজেলা পরিষদের উদ্যোগে অরুনগঞ্জ বাজার হতে সোনাপুর বাজার ভায়া মোহনপুর ব্রীজ(আরএইচডি) পর্যন্ত চন্দনা নদীর পার্শ্ববর্তী রাস্তায়, বোয়ালিয়া ব্রীজ হতে মোহনপুর কেছমত মন্ডলের বাড়ী পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তায়, মহেন্দ্রপুর হতে গৌতমপুর পর্যন্ত বেড়ী বাঁধের উপর ৭কিলোমিটার রাস্তায়, কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের ২কিলোমিটার রাস্তায় এবং কালুখালী উপজেলা পরিষদের অভ্যন্তরে ২০০টিসহ মোট ৭হাজার তালের বীজ রোপন করা হয়। এছাড়াও কালুখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৭টি ইউনিয়নে আরো ২০হাজার তালের বীজ রোপন করা হয়।