শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জামালপুরের মাশালিয়া সার্বজনীন কালী মন্দিরে মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান

  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
SAMSUNG CAMERA PICTURES

॥রঘুনন্দন শিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের মাশালিয়া সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে ২৪প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ৪ঠা নভেম্বর শনিবার দুপুর ১২টায় শ্রীমদ্ভগবত পাঠ ও ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে মহানামযজ্ঞানুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। গত ৫ই নভেম্বর হতে ৭ই নভেম্বর দিবাগত রাতে এই মহানামযজ্ঞানুষ্ঠান শেষ হয়।
শেষ দিনে গতকাল মঙ্গলবার রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা পরিষদের সদস্য মীর্জা ফরিদুজ্জামান হাবিবুল, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কোহিনূর বেগম, মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ কাশেম শেখ, বালিয়াকান্দি পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্ত্তী, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শামিম মিয়া মোড়ল ও জামালপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত থেকে মহানামযজ্ঞানুষঠান উপভোগ করেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, বাংলাদেশের অগ্রযাত্রার পিছনে শেখ হাসিনার অবদান অনেক। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিএনপি সরকার শত বছরের জেলা পরিষদের কার্যক্রম বন্ধ রেখেছিল কিন্তু বর্তমান সরকার প্রধান জেলা পরিষদের কার্যক্রম পুনরায় চালু করেছে। তিনি আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও সরকার গঠনের সুযোগ দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়াও তিনি মাশালিয়া মন্দির, নাটমন্দির, একটি মসজিদ ও মাশালিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঘর নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন।
জেলা পরিষদের চেয়ারম্যানের পূর্বে বালিয়াকান্দি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, জেলা পরিষদের সদস্য ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার মোল্যা, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ হারুন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান বিশ্বাস প্রমুখ মহানামযজ্ঞানুষ্ঠান উপভোগ করেন। এ সময় মাশালিয়া সার্বজনীন মহানামযজ্ঞ কমিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!