॥স্টাফ রিপোর্টার॥ ফরিদপুর ডিসি অফিসের অফিস সহকারী পদে চাকুরীর ভুয়া মৌখিক পরীক্ষাপত্র দেয়ার ঘটনায় আছাদুজ্জামান বিশ্বাস(৪১) ও নিহার বিশ্বাস(৩৮) নামের ২জন প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল ৫ই নভেম্বর দুপুরে ফরিদপুর শহরের খোন্দকার হোটেল ও হেলিপোর্ট বাজার থেকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল তাদেরকে গ্রেফতার করে।
র্যাব জানায়, ফরিদপুরের মধুখালী থানাধীন মহিষাপুর গ্রামের এমদাদ শেখ(১৮) নামের এক যুবক বেলা সাড়ে ১১টায় ফরিদপুর ডিসি অফিসের অফিস সহায়ক পদে চাকুরীর মৌখিক পরীক্ষাপত্র নিয়ে হাজির হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এরাদুল হকের স্বাক্ষরিত পরীক্ষা পত্রটি ভুয়া প্রমাণিত হলে ডিসি অফিস থেকে ঘটনাটি র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করা হয়। এরপর এমদাদ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে প্রথমে ফরিদপুরের খোন্দকার হোটেলের সামনে থেকে প্রতারক চক্রের সদস্য আছাদুজ্জামান বিশ্বাসকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হেলিপোর্ট বাজার থেকে অপর প্রতারক নিহার বিশ্বাসকে আটক করা হয়।
আছাদুজ্জামান বিশ্বাস রাজবাড়ী জেলার কালুখালী থানার সাওরাইল গ্রামের কামরুজ্জামান বিশ্বাসের ছেলে এবং নিহার বিশ্বাস ফরিদপুরের মধুখালী থানাধীন কলাইকান্দা গ্রামের নীলমনি বিশ্বাসের ছেলে। তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরীর ভুয়া পরীক্ষাপত্র ও নিয়োগপত্র তৈরী করে চাকুরী প্রার্থীদের নিকট হতে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাদেরকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তরপূর্বক একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।