বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজাড়ীতে র‌্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

॥শিহাবুর রহমান॥ ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। গতকাল ৪ঠা নভেম্বর জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলার সমবায়ীবৃন্দদের যৌথ আয়োজনে দিবসটি পালিত হয়।
এ উপলক্ষে বেলা ১১টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালী শেষে সরকারী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম.এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী এবং রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা সমবায় অফিসার সেলিনা পারভীন, রাজবাড়ী সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) মোঃ কামাল হোসেন ভূইয়া ও রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সহ-সভাপতি হাজী আব্দুল ওহাব বক্তব্য রাখেন।
পরে সফল উৎপাদনমুখী সমিতি হিসেবে খানখানাপুর সেবা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, জনসেবা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, পরিবার উন্নয়ন উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড ও মুক্ত বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডকে ক্রেস্ট প্রদান করা হয় এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম.এ খালেককে, প্রবীণ সমবায়ী হিসেবে মুলঘর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মোঃ কফিল উদ্দিন মন্ডল, সফল সমবায়ী হিসেবে দাদশী ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোঃ হেলাল উদ্দিন সরদার, ভবানীপুর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হাজী আব্দুল ওহাব ও নবীন সমবায়ী উদ্যোক্তা হিসেবে নগর ও পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ হালিম মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও নবীন সমবায় অফিসার হিসেবে জেলা সমবায় কার্যালয়ের সরেজমিন তদন্তকারী আহমেদ ফজলুল কবিরকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন রাজবাড়ী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের কার্যনির্বাহী সদস্য মোঃ হেলাল উদ্দিন সরদার।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!