সোমবার, ১৩ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে আয়কর মেলা শুরু॥দেশের উন্নয়নে সকলকে আয়কর দেওয়া উচিৎ

  • আপডেট সময় শুক্রবার, ৩ নভেম্বর, ২০১৭

॥শিহাবুর রহমান॥ জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে ৪দিন ব্যাপী আয়কর মেলা। গতকাল ২রা নভেম্বর সকালে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. একেএম আজাদুর রহমান, ঢাকা-৩ অঞ্চলের যুগ্ম-কর কমিশনার হরিপদ সরকার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী ও রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ীর অতিরিক্ত সহকারী কর কমিশনার সামসুল আলম ও উপস্থাপনা করেন আয়কর আইনজীবী এডঃ মোঃ মাহবুব-উল-করিম রনজু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বাংলাদেশে ১৬ কোটি মানুষ। কিন্তু কর দেয় মাত্র ১৫লক্ষ মানুষ। তাহলে সরকার চলবে কিভাবে। এদেশকে গড়ার দায়িত্ব সবার। এখানে কোন রাজনীতি নেই। বর্তমান সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড করছে। নিজস্ব তহবিল দিয়ে পদ্মা সেতু নির্মাণ করছে। কিন্তু আপনারা যদি আয়কর না দেন তাহলে সরকার কিভাবে দেশের উন্নয়ন কর্মকান্ড করবে। তাই সবাইকে আয়কর দিতে হবে।
তিনি বলেন, বর্তমান সরকার যদি আরেকবার ক্ষমতায় আসে তাহলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। রাজবাড়ীতে অনেক ইন্ডাষ্ট্রিজ করা হবে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী বলেন, এই আয়কর মেলা আরো বৃহৎ পরিবেশে সাধারণ মানুষের উপস্থিতিতে করতে হবে। যাতে মানুষ আয়কর দিতে উদ্বুদ্ধ হয়। আমরা আয়কর দিলে সেটা কিন্তু আমাদের মাঝেই ফিরে আসে। যেমন রাস্তা ঘাট ড্রেন ব্রিজ কালভাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড কিন্তু আমাদের আয়করের টাকাতেই হয়।
তিনি বলেন, সর্বক্ষেত্রে আমাদের মাটি ও মানুষের কাছে যেতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর যে চাওয়া সেটা পূরুণ হবে।
স্থানীয় সরকারের উপ-পরিচালক ড.একেএম আজাদুর রহমান বলেন, আয়কর দেয়া এটি একটি অভ্যাসের ব্যাপার, সদিচ্ছার ব্যাপার। এক সময় পরিবার পরিকল্পনা কর্মীদেরকে খারাপ চোখে দেখা হতো। অনেকেই খারাপ অপবাদ নিয়ে মৃত্যু বরণও করেছে। কিন্তু এখন পরিবার পরিকল্পনা কর্মীদের পদক দেয়া হয়। এক সময় টিকা দেয়ার ভয়ে মানুষ চৌকির নিচে পালাতো। এখন সময় অনেক পরিবর্তন হয়েছে। সময় আসছে এ দেশের মানুষ আয়করও দিবে।
বিকেলে রাজবাড়ী’র অতিরিক্ত সহকারী কর কমিশনার সামসুল আলম জানান, মেলার ১ম দিনে আদায়কৃত আয়করের পরিমান ৪লক্ষ ৮৪হাজার ৫৫১টাকা। ২২০জন করদাতা সেবাগ্রহণ করে। ১০৮জন রিটার্ন জমা দিয়েছে। ১২জন নতুন ইটিআইএন গ্রহণ করাসহ ১জন ইটিআইএন রি-রেজিস্টেশন করেছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!