সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পিকেএসএফ’র উন্নয়ন মেলায় বিশেষ সম্মাননা পেলেন ফকীর আঃ জব্বার

  • আপডেট সময় সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আয়োজনে গতকাল ২৯শে অক্টোবর ‘উন্নয়ন মেলা-২০১৭’ অনুষ্ঠিত হয়।
মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল করিম। সভাপতিত্ব করেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
উদ্বোধনী আয়োজনের সম্মাননা পর্বে মানব মর্যাদা প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও দারিদ্য বিমোচনে বিশেষ অবদানের জন্য এনজিও কেকেএস’র নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কেকেএস-এর নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বারকে হাতে সম্মানা স্মারক তুলে দেন এবং বিশেষ অতিথি কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তাকে উত্তরীয় পড়িয়ে দেন। অনুষ্ঠানে ফকীর আব্দুল জব্বারকে বাংলাদেশের একজন আলোকিত মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়। পিকেএসএফ’র সহযোগী ২৭০টি সংগঠনের প্রধানদের মধ্য থেকে ফকীর আব্দুল জব্বারসহ মোট ২জনকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফকীর আব্দুল জব্বার তার অনুভূতি প্রকাশের সময় বলেন, আমার বয়স ৭০ পেরিয়ে যাচ্ছে। তা স্বত্ত্বেও আমি যেন নতুন করে নিজের মধ্যে তারুণ্যের উদ্দীপনা অনুভব করছি। আমি একজন উন্নয়ন কর্মী। কাজ করি দেশের জন্যে। মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সার্বিক উন্নয়নে যতদিন বেঁচে আছি এভাবেই কাজ করে যাব।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!