॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২৯শে অক্টোবর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভুয়া নিয়োগ পত্রসহ প্রতারক চক্রের একজন নারীসহ ২সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ ফরিদপুর জেলার কোতয়ালী থানার উজান মল্লিকপুর গ্রামের সালাম ফকিরের ছেলে রোকন ফকির(২৮) এবং রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন রতনদিয়া মালিয়াট গ্রামের মৃত নজরুল ইসলামের মেয়ে সুমাইয়া বেগম(৩৪)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ পত্র তৈরী করে চাকুরী প্রার্থীদের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিল। রোকন ফকির সকাল ১০টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এরাদুল হকের স্বাক্ষরিত অফিস সহায়ক পদের একটি ভুয়া নিয়োগ পত্র নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়। নিয়োগ পত্রটি ভুয়া বলে সন্দেহ হলে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পকে বিষয়টি অবহিত করা হয়।
খবর পেয়ে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল সেখানে পৌঁছে রোকন ফকিরকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের অপর সদস্য সুমাইয়া বেগমকে আটক করা হয়। তাদেরকে ফরিদপুরের কোতয়ালী থানায় হস্তান্তরপূর্বক তাদের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।