॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ‘বাল্যবিবাহ বন্ধ করি, শিশু অধিকার সুরক্ষা করি’ এই শ্লোগানকে সামনে রেখে এনজিও ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি বিভাগের আয়োজনে গতকাল ২৫শে অক্টোবর বেলা সাড়ে ১১টায় ‘বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সদর থানার পরিদর্শনের(তদন্ত) মোঃ কামাল হোসেন ভুঁইয়া, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোঃ লোকমান হোসেন ও ব্র্যাকের আয়েশা আবেদ ফাউন্ডেশনের জেলা শাখার ম্যানেজার মোঃ মুছা প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি নেফাজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনাসহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ব্র্যাকের জেলা ম্যানেজার মোঃ মশিউর রহমান।
এ সময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাউর রহমান ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসানসহ সদর উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ এবং ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণসহ মাঠ কর্মী ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক বলেন, বর্তমানে বাল্যবিবাহও মাদক-ইভটিজিংয়ের মতো একটি ভয়াবহ সমস্যা। এর প্রতিরোধে আমাদের সকলকে যার যার অবস্থান থেকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। বাল্যবিবাহ হলে একটি কন্যা শিশুর কি কি অসুবিধা হতে পারে সে বিষয়ে সকলকে সচেতন করতে হবে এবং সদর উপজেলার যেখানেই বাল্যবিবাহ হোক সেটি বন্ধে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের প্রণীত আইন এবং এর সাথে জরিতদের শাস্তি ও জরিমানার বিধানসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। অন্যান্য বক্তাগণও রাজবাড়ী সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে ঐক্যদ্ধভাবে কাজ করা ও সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহবান জানান।