॥সৈকত শতদল॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার যশাই ইউপির যশাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল ২৩শে অক্টোবর রাতে যশাই পশ্চিমপাড়া, বাঁশগ্রাম, গুরুচন্ডি ও ভাউডাঙ্গা ৪টি গ্রামের পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি বিদ্যুতের সুইচ টিপে বাতি জ্বালিয়ে ৮কিলোমিটার পল্লী বিদ্যুতের নতুন লাইনের উদ্বোধন করেন।
যশাই ইউপি আওয়ামী লীগের সভাপতি ও যশাই ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পল্লী বিদ্যুতের জিএম প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম গোলদার, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হেসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন ছাত্রলীগ নেতা কামাল আল মামুন। অনুষ্ঠানে পাংশা উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
উল্লেখ্য, ১কোটি ২৬ লাখ ৪হাজার ৫শত টাকা ব্যয়ে ৮কিলোমিটার নতুন বৈদ্যুতিক লাইনে ৪টি গ্রামের ৫২৫টি পরিবার পল্লী বিদ্যুতের নতুন সংযোগ পেলেন। গতকাল সোমবার যশাই ইউপিতে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধনের ফলে পাংশা উপজেলায় মোট নির্মিত লাইনের পরিমান হলো ৭৪৫.৩৪৮ কিলোমিটার।