বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশার বাহাদুরপুরে গাশ্মীর মেলায় গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে ১জন নিহত॥ডিসি’র ঘটনাস্থল পরিদর্শন॥তদন্ত কমিটি গঠন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠের চলমান গাশ্মীর মেলায় গতকাল ২৩শে অক্টোবর সন্ধ্যারাত সাড়ে ৬টার দিকে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাশের জিলাপী দোকানের কর্মচারী উপেন্দ্রনাথ মন্ডল(৪৬) ন নিহত হয়েছেন।
নিহত উপেন্দ্রনাথ মন্ডল মধুখালী উপজেলার কোড়কদী গ্রামের মৃত নারায়ন চন্দ্র মন্ডলের ছেলে। সে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির সেনগ্রামের জনৈক মাহতাব আলীর জিলাপির দোকানের কর্মচারী।
তারা বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠের চলমান গাশ্মীর মেলায় জিলাপির দোকান দিয়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অপর ২জন আহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পর থেকে বেলুন দোকানদার গা ঢাকা দিয়েছে। ঘটনার সময় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে মেলার লোকজন দিকবিদিক ছুটাছুটি শুরু করেন।
জানাযায়, গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বাহাদুরপুর ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের সামনে বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মেলার মাঠে জনৈক বেলুন দোকানদার বেলুনে গ্যাস ভরার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরিত গ্যাস সিলিন্ডারের প্লেট ছুটে পাশের মাহতাব আলীর জিলাপির দোকানের কর্মচারী উপেন্দ্রনাথ মন্ডলের মাথার পেছনে আঘাত লাগে। এ সময় অপর ২জন আহত হন। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় উপেন্দ্র নাথ মন্ডলকে পাংশা হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৭টার দিকে প্রচন্ড রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে।
খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন ও পাংশা থানার সেকেন্ড অফিসার এস.আই মোঃ আবু শাহীনসহ সঙ্গীয় পুলিশ পাংশা হাসপাতালে যান।
প্রসঙ্গতঃ বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে চলমান এসএসসি টেস্ট পরীক্ষার মধ্যেই গত ১৫ই অক্টোবর থেকে গাশ্মীর মেলা ও দি গ্রেট রওশন সার্কাস পার্টির প্রদর্শনী শুরু হয়েছে। মেলায় কয়েকশ’ দোকানপাট বসেছে। ১৫দিন ব্যাপী এ মেলা ও সার্কাস প্রদর্শনী চলার কথা।
এ ব্যাপারে মেলা উদযাপন কমিটির সভাপতি, বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হাসানুল ইসলাম মোহন মুন্সী জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সময় বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় মেলা ও সার্কাস প্রদর্শনীতে কোনো বিরূপ প্রভাব পড়েনি।
সর্বশেষ খবরে জানাযায়, গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এবং এসিল্যান্ড শেখ রাশেদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন এবং পাংশা হাসপাতালে নিহতের মৃতদেহের খোঁজখবর নেন। এ খবর লেখা পর্যন্ত মৃতদেহের ময়না তদন্তের জন্য এবং এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক মোঃ শওকত আলী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনার তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমানকে আহবায়ক করে ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম। কমিটিকে ৩দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!