বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজবাড়ী জেলা ইউনিটের আয়োজনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজবাড়ী জেলা ইউনিটের আয়োজনে গতকাল ২২শে অক্টোবর বেলা ১২টায় রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয়করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারী কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০-এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারীসহ বিভিন্ন দাবী জানানো হয়।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, রাজবাড়ী জেলা ইউনিটের সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা জেলা ইউনিটের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর দিলীপ কুমার কর, সহ-সভাপতি অধ্যাপক বদর উদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ আইয়ুব খান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ সরোয়ার উদ্দিন খান।
এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতৃবৃন্দ বলেন, ২০১০ সালের ৮ই ডিসেম্বর মহান জাতীয় সংসদে জাতীয় শিক্ষানীতি সর্বসম্মতভাবে গৃহীত হলেও অদ্যাবধি বেসরকারী কলেজ জাতীয়করণের কোন বিধিমালা প্রণীত হয়নি। অথচ জাতীয়করণ চলছে অব্যাহতভাবে। আমরা মনে করি এ ধরণের কার্যক্রম মহান জাতীয় সংসদকে চরম অবজ্ঞা ও অবমাননার শামিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘ নিষ্ক্রিয়তায় সারা দেশে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে। অচিরেই বিধিমালা জারী করা না হলে শিক্ষা ক্যাডার তথা শিক্ষা ব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেবে। এমতাবস্থায় তারা জাতীয়করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারী কলেজের শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০-এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারীসহ বিভিন্ন দাবী জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!