বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি’র পিতা বালিয়াকান্দির প্রবীণ শিক্ষক চৌধুরী মোজ্জাম্মেল হোসেনের দাফন সম্পন্ন

  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামের প্রবীণ শিক্ষক চৌধুরী মোজাম্মেল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ২২শে অক্টোবর বেলা সাড়ে ১১টায় নিজ বাড়ী পাইককান্দিতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। জানাযাতে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, জেলা পরিষদের সদস্য ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার খান, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুর ইসলাম, বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, সাবেক চেয়ারম্যান শাজাহান মিয়া টগর, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্যা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম শওকত সিরাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযার পূর্বে তার মরদেহ প্রাক্তন কর্মস্থল বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনা হলে বিদ্যালয়ের সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানান।
উল্লেখ্য, বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চৌধুরী মোজাম্মেল হোসেন গত ২০শে অক্টোবর দুপুর ১টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪জন ছেলে ও ১জন মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
তার বড় ছেলে চৌধুরী মঞ্জুরুল কবির বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের এডিশনাল ডিআইজি, মেজো ছেলে চৌধুরী মাহফুজুর কবির জুয়েল পেশায় ব্যবসায়ী, সেজো ছেলে চৌধুরী লিংকন ও একমাত্র মেয়ে মৌসুমী কবিতা সুপ্রীম কোর্টের আইনজীবী এবং ছোট ছেলে চৌধুরী হিমেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!