মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে ইলিশ রক্ষা অভিযান সমাপ্ত॥২২দিনে ৫১১জন জেলে আটক॥৪১০জনের বিভিন্ন মেয়াদী জেল॥১০১জনের জরিমানা

  • আপডেট সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

॥রফিকুল ইসলাম/কামরুল মিঠু॥ রাজবাড়ীতে আনুষ্ঠানিকভাবে মা ইলিশ রক্ষা অভিযান সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে গতকাল ২২শে অক্টোবর বিকেল ৪টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে গোদার বাজার ঘাট এলাকায় পদ্মা নদীর তীরে একটি ইঞ্জিন চালিত ট্রলারের উপর নির্মিত অস্থায়ী মঞ্চে অভিযানের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পুলিশ সুপার(সিনিয়র সহকারী পুলিশ সুপার) মোঃ আছাদুজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড.এ.কে.এম আজাদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মজিনুর রহমান, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক, জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট সদন চাকমা, এনডিসি মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব, আনসার-ভিডিপির সার্কেল অ্যাডজুটেন্ট মোঃ জাহিদ হোসেন, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক কামাল, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ডিএডি মোঃ ইউসুফ আলী ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দীসহ মা ইলিশ রক্ষা টাস্কফোর্স কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, এবারের মা ইলিশ রক্ষা অভিযানে মৎস্য দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যম কর্মীসহ সকলেই সহযোগিতা করেছেন। এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইলিশের প্রজনন মৌসুমের এই অভিযান ইলিশ সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে অন্যান্যরা ওই ইঞ্জিন চালিত ট্রলারযোগে পদ্মা নদীতে টহল দেন এবং শেষ দিনের ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও গত ১লা অক্টোবর থেকে গতকাল ২২শে অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে ইলিশ শিকারের সরকারী নিষেধাজ্ঞার আলোকে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে মোট ১৮৯টি মামলা দায়েরসহ ৫১১জন জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ৪১০জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং অবশিষ্ট ১০১ জনের নিকট থেকে ৩লক্ষ ৯১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ১৫লক্ষ ১৯হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করাসহ ২হাজার ১৬১কেজি ইলিশ মাছ উদ্ধার করে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ নদী পাড়ের দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!