॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর কন্যা সালমা চৌধুরী রুমা গতকাল ২৫শে ডিসেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী গ্রামস্থ এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর গ্রামের বাড়ীতে স্থানীয় এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।
এ সময় প্রয়াত এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর ভাতিজী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী এবং ছোট ভাই গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।