মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে সংরক্ষিত মহিলা আসনের এমপি লাভলী চৌধুরীর উদ্যোগে শেখ রাসেলের ৫৩তম জন্মদিন পালিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলীর উদ্যোগে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ১৮ই অক্টোবর বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কেক কাটা হয়। এরআগে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বর এলাকা প্রদক্ষিণ করে।
এরপর দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী ও জেলা পরিষদের সদস্য রাশেদুল হক অমি।
সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী বলেন, ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্ম গ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মানবতার ঘৃণ্য শত্রুরা বঙ্গবন্ধুর সাথে শেখ রাসেলকেও নির্মমভাবে হত্যা করে। কি দোষ ছিল শেখ রাসেলের। মৃত্যুকালে শেখ রাসেল চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয় তাদের অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষের কাছে ভালোবাসার নাম।
জেলা পরিষদের সদস্য রাশেদুল হক অমি বলেন, রাজবাড়ীর মাটি মহম্মদ আলী চৌধুরী ও লাভলী চৌধুরীর ঘাঁটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহম্মদ আলী চৌধুরীকে ভালবাসেন। সে কারণেই বিগত পৌর নির্বাচনে তাকে মনোনয়ন দিয়েছিলেন। আমরা বংশানুক্রমাভাবে আওয়ামী লীগ করি। অথচ রাজবাড়ী বাজারের বিএনপির লোকদের সাথে যোগসাজস করে আওয়ামী লীগ পরিবারের সন্তান রাব্বীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। আমরা এর নিন্দা জানাই।
এ সময় মহিলা আওয়ামী লীগের নেত্রী মনোয়ারা বেগম, নাজমুল নাহার কাজল, আসমা চৌধুরী, শেফালী বেগম, শাহিদা পারভীনসহ ছাত্রলীগের নেতাকর্মি উপস্থিত ছিলেন। পরে সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী শেখ রাসেলের ৫৩তম জন্মদিনের কেক কাটেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!