॥মোক্তার হোসেন॥ সারাদেশে ১লা অক্টোবর থেকে ২২ অক্টোবর ২২দিন ইলিশ ধরা, পরিবহন. মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।
এ লক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পদ্মা নদীতে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ১৮ই অক্টোবর সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত পদ্মা নদীর হাবাসপুর, সেনগ্রাম, শাহমীরপুর ও পূর্বচরআফড়া এলাকায় অভিযানে প্রায় সাড়ে ৪ হাজার মিটার অবৈধ কারেন্টজাল, ২৫ কেজিমত ইলিশ মাছ উদ্ধারসহ ৪জন জেলেকে আটক করা হয়।
পাংশার এসিল্যান্ড(ভারপ্রাপ্ত ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাশেদউজ্জমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত আটককৃত পাবনার সুজানগর থানার সাতবাড়ীয়া গ্রামের নাসের আলী(৪০), একই গ্রামের আব্দুল হালিম মন্ডল(৩৫) চরসুজানগর গ্রামের সহিদুল শেখ(৩২) ও একই গ্রামের মাহফুজ শেখ(২৮) নামের ৪জন জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার দায়ে প্রত্যেকের ৬দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
উদ্ধারকৃত অবৈধ কারেন্ট জাল হাবাসপুর ঘাটে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ স্থানীয় তিনটি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পদ্মা নদীতে অভিযানে ভ্রাম্যমান আদালতকে পাংশা উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ রেজাউল শরীফ ও পাংশা থানার এসআই জহুরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সহযোগিতা করেন।