॥সৈকত শতদল॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চরঝিকড়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে গত ১৫ই অক্টোবর সকালে ‘আমার হাত, আমার ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী উন্নয়ন সংস্থা এফএইচ এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৭ পালিত হয়েছে।
এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাত ধোয়া কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ১০টায় চরঝিকড়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে বর্নাঢ্য র্যালী বের করা হয়। এফএইচ এসোসিয়েশনের এরিয়া টিম লিডার পরিতোষ বাড়ৈয়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাবাসপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মন্ডল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান। অনুষ্ঠানে চরঝিকড়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী, সংস্থার ভবানীগঞ্জের টিম লিডার রুহুল আমীন, মাছপাড়া টিম লিডার মানিক রামবাড়ি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পরিচর্যার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, এনজিও এফএইচ এসোসিয়েশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিদের অংশগ্রহণে হাত ধোয়া কর্মসূচী প্রাণবন্ত হয়ে ওঠে।