শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:৩২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত

  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৫ই অক্টোবর বেলা সাড়ে ১১টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসান হাবিব, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাজিনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, উপজেলা নির্বাহী কমকর্তাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কমকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে বলেন, পুলিশ সুপারের তথ্য মতে, অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের বাসভবন নির্মাণের কাজসহ অন্যান্য স্থাপনা নির্মাণের বিষয়গুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। সিভিল সার্জনের তথ্য মতে, রাজবাড়ী সদর হাসপাতালের ১০০ শয্যা জনবলের অনুমোদন পাওয়া যাবে। অতি স্বল্প সময়ের মধ্যে ১০০ শয্যার জন্য ডাক্তার ও অন্যান্য জনবল নিয়োগ করা হবে। যাতে অতি অল্প সময়ের মধ্যে ডাক্তার সংকট কিছুটা হলেও সমাধান হবে। এছাড়াও রাজবাড়ী সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। রাজবাড়ী জেলা পরিষদের অনেক উন্নয়ন কর্মকান্ড করার ফান্ড রয়েছে। আমি জেলা পরিষদের চেয়ারম্যানকে অনুরোধ করব, তিনি যেন রাজবাড়ী সার্কিট হাউজের সামনে স্থাপিত শিশু পার্কটির রক্ষণাবেক্ষণসহ উন্নয়ন করেন। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কিছু অংশের টেন্ডার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিন্তু বন বিভাগ ও সড়ক বিভাগের গাছের মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে ঠিকাদার কাজ আরম্ভ করতে পারছেন না। তবে অতি অল্প সময়ের মধ্যে বিষয়টি সুরাহার মাধ্যমে কাজ শুরু করা হবে।
তিনি আরো বলেন, রাজবাড়ীর লোকসেড বদ্ধভূমি উন্নয়নের জন্য ১৫লক্ষ টাকা এবং গোয়ালন্দের একটি বদ্ধভূমি উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। যা অতি অল্প সময়ের মধ্যে আরম্ভ হবে। তিনি পৌরসভা মেয়রকে লোকসেড বদ্ধভূমিতে যাওয়ার জন্য রেললাইনের পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
এছাড়াও জেলা প্রশাসক পৌরসভার মেয়রকে রেল স্টেশনের পাশে ফুলতলা পুকুরের চারপাশে জনসাধারণের হাঁটা ও বিকেলে অবসর সময় কাটানোর জন্য রাস্তা ও বেঞ্চ নির্মাণসহ সৌন্দর্য বর্ধনের জন্য এবং স্টেশনের যাত্রীদের সুবিধার জন্য মহিলা ও পুরুষদের পৃথক পাবলিক টয়লেট নির্মাণ এবং পুকুরের আশপাশে যে সমস্ত স্থাপনা রেলের কাছ থেকে লীজ নিয়ে করা হয়েছে সেগুলোর লীজ বাতিল করে ও অবৈধ স্থাপনা গুলো ভেঙ্গে সৌন্দর্য বর্ধনের কাজ করার জন্য তিনি পৌর মেয়রকে আহবান জানান।
সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী জেলা প্রশাসক বলেন, জেলা পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে যাচ্ছেন সে সমস্ত নাগরিকের ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট, পাসপোর্ট ফরম পূরণসহ বিকেল ৫টার পর কোন জমাকৃত ফর্মের ছবি না তোলাসহ পাসপোর্ট অফিসে বিভিন্ন অদৃশ্য কারণে হয়রানীর শিকার হচ্ছেন। এই পাসপোর্ট অফিস সম্পর্কে সদর উপজেলা চেয়ারম্যানের মতো অনেকের অনেক অভিযোগ আমার কাছে রয়েছে। যা একটি সেবা প্রদানকারী বিভাগের কাছে মোটেও কাম্য নয়। জেলা পাসপোর্ট অফিসে কর্মরত সকলের অবশ্যই জানা প্রয়োজন, সরকার জনগণের সুবিধার জন্য এখানে পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিচালনা করছে। প্রয়োজনে জনগণের সেবার জন্য রাত পর্যন্ত কাজ করতে হবে। যাতে তারা ছবি তোলাসহ পাসপোর্ট করার ক্ষেত্রে কোন প্রকার হয়রানীর শিকার না হয়।
তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ফেরী ঘাট ও পাটুরিয়া ফেরী ঘাটে ৯শত কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। এছাড়াও সভায় মা ইলিশ রক্ষা, কৃষি পুনর্বাসন, খাদ্য মজুদ, বিদ্যুৎসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!