॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে ‘কন্যা শিশুর জাগরণ, আনবে দেশে উন্নয়ন’ এই শ্লে¬াগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে গতকাল ১৩ই অক্টোবর সকালে মানববন্ধন কর্মসূচী পালন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত নারী সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষে বেলা ১১টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে রাজবাড়ী প্রেসক্লাব পর্যন্ত জেলা প্রশাসক মোঃ শওকত আলীর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌসসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার সদর উপজেলার ৪৩টি নারী সংগঠনের মাঝে ৮লক্ষ ৫হাজার টাকার চেক বিতরণ করেন।