॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল ১১ই অক্টোবর বিকেলে ‘প্রবাসী পরিবারের কল্যাণে করণীয়’ বিষয়ে উঠান বৈঠক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসভবন প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বক্তব্য রাখেন।
বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা। অন্যান্যের মধ্যে বহরপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মোঃ জিয়াসহ প্রবাসী পরিবারের সদস্যগণ বক্তব্য রাখেন।
জেলা প্রশাসক প্রবাসী পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি প্রবাসী পরিবারের সদস্যদেরকে বলেন, আপনারা সঠিক পন্থায় জেলা প্রশাসনের সহায়তার বিদেশে স্বজনকে পাঠাবেন। তাদের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহারে ভূমিকা রাখবেন। আমি অনেক দেশে গিয়েছি, ভাল জায়গায় থেকেছি কিন্তু এক/দুই সপ্তাহের বেশী ভাল লাগেনি। আপনাদের স্মরণ রাখতে হবে প্রবাসীরা অনেক কষ্টে পরিবারের কথা চিন্তা করে সেখান থেকে অর্থ প্রেরণ করে। বিদেশ থেকে ফিরে আপনাদের স্বজনরা যেন তাদের অর্থ পায়, যেটা দ্বারা তারা বেঁচে থাকতে পারে, তারা যেন হতাশায় না ভোগে।
তিনি দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, যারা বিদেশে স্বজন পাঠানোর ক্ষেত্রে হয়রানীর শিকার হয়েছেন, তারা আইনের আশ্রয় গ্রহণ করবেন। অন্যথায় দালাল চক্র আরো সক্রিয় হয়ে উঠবে। তিনি কাররিগরী প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, হাতের কাজ শিখে বিদেশে গেলে বেশী লাভবান হওয়া যায়। উঠান বৈঠক শেষে তিনি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বিশ্বাস ও সাংবাদিক তনু সিকদার সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।