শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:২২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়া ঘাটগামী লঞ্চ মাঝ নদীতে বিকল॥১ঘন্টা পর উদ্ধার॥আতঙ্কে শতাধিক যাত্রী

  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

॥আবুল হোসেন॥ আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাটে আসার পথে ‘মনিহার’ নামক লঞ্চ মাঝ পদ্মা নদীতে এসে বিকল হলে প্রায় এক কিলোমিটার ভাটিতে ভেসে যায়।
এ সময় লঞ্চে থাকা শতাধিক যাত্রী আতংকগ্রস্থ হয়ে পড়ে। এক ঘন্টা পর রাত ৭টার দিকে লঞ্চটি কোন রকম দৌলতদিয়ার ৪নম্বর ফেরি ঘাটের কিনারে ভিড়লে যাত্রীরা নেমে যায়। বর্তমানে লঞ্চটি যাত্রী পরিবহন বন্ধ রেখেছে।
ঘাট সংশ্লিষ্টরা জানান, সন্ধ্যা ছয়টার আগ মুহুর্তে পাটুরিয়া ঘাট থেকে লঞ্চ ‘মনিহার’ শতাধিক যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। লঞ্চটি সোয়া ৬টার দিকে দৌলতদিয়া ফেরী ঘাট চ্যানেলে প্রবেশ করা মাত্র ইঞ্জিনের ক্রটি দেখা দিলে স্রোতের টানে ভাটিতে ভাসতে থাকে। এ সময় লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেকে ভয়ে চিৎকার শুরু করে। লঞ্চ মাষ্টার দ্রুত গ্রাফি দিয়ে লঞ্চটি থামায়।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের তত্বাবধায়ক নুরুল আনোয়ার জানান, দৌলতদিয়া ফেরী ঘাটের কাছে চ্যানেলে প্রবেশ করা মাত্র ইঞ্জিনের পাম্পের পানি ছেড়ে দেয়। ফলে মুহুর্তের মধ্যে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় স্রোতের টানে লঞ্চটি চ্যানেল ছেড়ে দূরে ভেসে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টা করে ইঞ্জিনটি চালু করতে পারলে কোন প্রকার দুর্ঘটনা ছাড়াই লঞ্চটি ফের দৌলতদিয়ার ৪নম্বর ফেরী ঘাটের কাছে ভেড়ানো হলে যাত্রীরা সব নেমে যায়।

 

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!