॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা বিলে চাষীদের নিরাপদে মৎস্য চাষ ও বিক্রির আবেদন করে গত ৪ঠা অক্টোবর জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও মৎস্য অফিসারের কাছে স্মারক লিপি দিয়েছে প্রায় ৩শতাধিক জেলে।
স্মারক লিপিতে জেলেরা বলেন, তারা মরডাঙ্গা বিলের জন্মসুত্রে জেলে ও বাগদী সম্প্রদায়ের স্থায়ী বাসিন্দা। আমরা প্রত্যেকেই মৎস্য শিকারী। গত ১০/১২ বছর পূর্বে বাংলাদেশ সরকার জেলেদের জীবন ও জীবিকার জন্য পাঁচুরিয়া মরডাঙ্গা বিলকে “বিল নার্সারী প্রকল্পের মাধ্যমে উন্মুক্ত জলাশয়” হিসাবে ঘোষণা করেন। সে কারণে আমরা প্রতিবছর এই বিলে মাছের চাষ করে প্রায় ৩শত পরিবার জীবিকা নির্বাহ করে আসছি। গত ২৪শে সেপ্টেম্বর সকাল ৮টায় আমরা মাছ ধরতে বিলে নামি। এ সময় মরডাঙ্গা গ্রামের নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের নেতা জিয়াউল খান জুয়েল, কোরবান ও নিয়ামসহ ১৫/২০জন সন্ত্রাসী রাম দা, রড, লাঠি ও আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে এবং বেধরক মারপিট করে জাল, সিলভারের বড় পাতিল ধারালো অস্ত্র দিয়ে টুকরা টুকরা করে ফেলে। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা সবার সম্মুখে পুনরায় বিলে নামলে তোদেরকে গুলি করে হত্যা করবো বলে হুমকি দিয়ে চলে যায়। আমরা জেলে ও বাগদী সম্প্রদায়ের লোক। তাদের ভয়ে আমরা আতংকের মধ্যে জীবন যাপন করছি।
এ ব্যাপারে জেলেরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।