॥মোক্তার হোসেন॥ যথাযথ প্রক্রিয়ায় অনুমতি না নিয়ে পরীক্ষা মৌসুমে পাংশার মেঘনা হাইস্কুল মাঠে যাত্রানুষ্ঠান ও লাটারী কুপন বিক্রি করার বিষয়ে গতকাল ৫ই অক্টোবর দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
আর পত্রিকায় সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন ব্যাপকভাবে তৎপর হয়। পরবর্তীতে পুলিশের তৎপরতায় মেঘনা হাইস্কুল মাঠে অবৈধভাবে যাত্রানুষ্ঠান ও লাটারী কুপন বিক্রি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। রাতে খবর নিয়ে জানাগেছে, যাত্রানুষ্ঠানের জন্য বাইরে থেকে আনা অভিনয় ও নৃত্যশিল্পীদের গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজক কর্তৃপক্ষ বিদায় দিয়েছেন এবং যাত্রামঞ্চের লাইটিংসহ অন্যান্য সরঞ্জামাদী খুলে ফেলানো হয়েছে।
প্রসঙ্গত, পাংশা উপজেলার মাছপাড়া ইউপির মেঘনা হাইস্কুল মাঠে গত ২রা অক্টোবর থেকে যাত্রানুষ্ঠান শুরু করা হয়। আজ ৬ অক্টোবর পর্যন্ত যাত্রানুষ্ঠান চলার কথা ছিল। এছাড়া এলাকায় মাইকে প্রচার করে নীল আকাশ লাকী কুপন লটারীর কুপন বিক্রি করা হচ্ছিল। আগামী ৭ই অক্টোবর রাত ১০টায় লটারীর ড্র অনুষ্ঠিত হবে বলে প্রচার করা হয়। পরীক্ষা মৌসুমে যাত্রানুষ্ঠান ও লটারী কুপন বিক্রয় প্রচার-প্রচারণায় সচেতন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রানুষ্ঠানের উদ্বোধন করেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ। তিন রাত যাত্রানুষ্ঠান চলার পর গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রশাসন থেকে মেঘনা হাইস্কুল মাঠে অবৈধভাবে যাত্রানুষ্ঠান ও লাটারী কুপন বিক্রি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।