॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ৪ঠা অক্টোবর বিকেলে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম ও উজানচর ইউনিয়নে প্রধানমন্ত্রীর প্রাধিকারভুক্ত আশ্রয়ণ-২ প্রকল্পের ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহনির্মাণ’ কর্মসূচীর গৃহনির্মাণ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার নবাগত উপ-পরিচালক ড.এ.কে.এম আজাদুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল এবং দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতর আলীসহ প্রকল্পের সাথে সংশ্লি¬ষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী দৌলতদিয়া ইউনিয়নের ৫টি, দেবগ্রাম ইউনিয়নের ৩টি এবং উজানচর ইউনিয়নের ১টি গৃহনির্মাণ কাজ সরেজমিনে ঘুরে দেখেন এবং উপকারভোগী পরিবারের সদস্যদের সাথে আলাপ করেন।
এ সময়ে জেলা প্রশাসক মোঃ শওকত আলী দৌলতদিয়া ইউনিয়নে গৃহের আরসিসি পিলারের ঢালাই কাজ প্রত্যক্ষ করেন এবং দেবগ্রাম ইউনিয়নে গৃহের জানালা-দরজার সংগৃহীত কাঠ ও ফ্রেম পরখ করে দেখেন। এ প্রকল্পের আওতায় গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়নে মোট ৩২৭টি গৃহনির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে। তন্মধ্যে দৌলতদিয়া ইউনিয়নের ৯৩টি, দেবগ্রাম ইউনিয়নে ৭৯টি, উজানচর ইউনিয়নে ৭৮টি এবং ছোটভাকলা ইউনিয়নে ৭৭টি গৃহ নির্মাণের বরাদ্দ রয়েছে।
উল্লে¬খ্য, এ প্রকল্পের আওতায় ২০১৬-২০১৭ অর্থ বছরে রাজবাড়ী জেলায় ৭১১টি পরিবারের যাদের জমি আছে গৃহ নেই তাদের জন্য প্রধানমন্ত্রীর প্রাধিকারভুক্ত আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে নিজ জমিতে গৃহনির্মাণ বাবদ ৭ কোটি ১১লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। ইতোমধ্যে বালিয়াকান্দি উপজেলায় বরাদ্দকৃত ১০৮টি গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে এবং গত ১৭/৯/২০১৭ই তারিখে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়।
বর্তমানে রাজবাড়ী সদর উপজেলায় ৭০টি গৃহের মধ্যে ৪০টি, পাংশা উপজেলায় ২০৬টি গৃহের বিপরীতে ১৫৬টি এবং গোয়ালন্দ উপজেলায় ৩২৭টি গৃহের বিপরীতে ৫৫টি সম্পূর্ণ ও ৯৮টির আংশিক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নে ১টি গৃহের নির্মাণ কাজ জমি সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ রয়েছে। অবশিষ্ট নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন হবে বলে কর্তৃপক্ষ আশা করছে।
এছাড়াও জেলা প্রশাসক মোঃ শওকত আলী গোয়ালন্দ যাওয়ার প্রাক্কালে রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর নামক স্থানে সড়ক বিভাগের জমিতে ওজোপাডিকো লিঃ কর্তৃক বৈদ্যুতিক খুঁটি স্থাপন সংক্রান্ত একটি জটিলতা সরেজমিনে সড়ক বিভাগ ও ওজোপাডিকো লিঃ এর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লি¬ষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে নিরসন করেন।