॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীতে ফুলে ফুলে শেষ শ্রদ্ধা জানানো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রবীণ রাজনীতিবিদ সদ্য প্রয়াত কমরেড জসিম উদ্দিন মন্ডলকে।
গতকাল ৩রা অক্টোবর সন্ধ্যায় সোয়া ৭টায় কুষ্টিয়া হয়ে গ্রামের বাড়ী ঈশ^রদীতে যাওয়ার পথে তার মরদেহ রাজবাড়ী শহরের রেলগেটস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে আনা হলে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।
এদিকে প্রয়াত নেতার মরদেহ রাজবাড়ীতে আনার খবর পেয়ে বিকেল থেকেই রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সমবেত হতে থাকেন কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
সন্ধ্যা সোয়া ৭টায় তার মরদেহ রাজবাড়ী শহরের রেলগেটস্থ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে পৌছালে সেখানে ফুলে ফুলে শেষ শ্রদ্ধাঞ্জলি জানান জেলা কমিউনিস্ট পার্টি(সিপিবি), জেলা ও পৌর আওয়ামীলীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ(আম্বিয়া), ইউনাইটেড কমিউনিস্ট লীগ, ক্ষেত মজুর সমিতি, কৃষক সমিতি, গণতান্ত্রিক আইনজীবি সমিতি, মহিলা পরিষদ, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট, জাতীয় গণফ্রন্ট, জেলা উদীচী, ছাত্র ইউনিয়ন, বৈচিত্র সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এ সময় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান, সহ-সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, কমরেড আব্দুল্লাহ হেল কাফী রতন, সদস্য কমরেড সাদেকুর রহমান, কমরেড প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দি, ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরীর সভাপতি দিপক শীল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম জুয়েল, যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা খান আসাদুজ্জামান মাসুম, রাজবাড়ী জেলা সিপিবি’র সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি আবুল কালাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক প্রসেনজিৎ কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক কাউসার আহম্মেদ রিপন প্রমুক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২রা অক্টোবর সকাল ৬টায় ঢাকার হেলথ এন্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন প্রখ্যাত রাজনৈতিকবীদ কমরেড জসিম উদ্দিন মন্ডল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭বছর।