॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস গতকাল ৩রা অক্টোবর দুপুরে নিজ কার্যালয়ে হতদরিদ্র পাংশা পৌরসভার মৃত বছির সরদারের ছেলে বাক প্রতিবন্ধী হযরত আলী ও পৌরসভার বিষ্ণুপুর গ্রামের আজগর আলীর ভাগ্নি জবা পারভীনের বিয়ের আয়োজন করেন।
জানাযায়, উভয় পরিবারের সম্মতিতে বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। কিন্তু ছেলে ও মেয়ের পরিবারের অর্থনৈতিক দূরাবস্থার বিষয়টি অবহিত হওয়ার পর হতদরিদ্র পরিবারের মেয়ে জবা পারভীনের বিবাহ অনুষ্ঠানের নিজ দায়িত্ব নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন মেয়র মাসুদ বিশ্বাস।
পৌরসভা মেয়র মাসুদ বিশ্বাস মেয়ের পরিবার এবং প্যানেল মেয়র ওদুদ সরদার ছেলের পরিবারের দায়িত্ব নিয়ে ছেলে-মেয়ের বিয়ের কাপড়সহ অন্যান্য উপকরণ ক্রয় করে বর-কনের সাজিয়ে পাংশা পৌরসভায় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন তারা। বিয়ের আয়োজনে সহযোগিতা করেন কাউন্সিলর আব্দুল ওহাব সরদার, রাশিদা ইয়াসমিন ও দূর্গা রানী পাল। এ সময় কাউন্সিলর মোতালেব হোসেন, সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ শেখ, পৌরসভার সচিব সিদ্দিক আলী খান, আফছার আলী বিশ্বাস, বর ও কনের পরিবারের লোকজন, পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বিবাহ রেজিস্ট্রি, দোয়া ও মোনাজাত করেন পৌরসভার বিবাহ রেজিস্ট্রার মাওলানা মোঃ আশিকউল্লাহ।
মেয়র মাসুদ বিশ্বাস জানান, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে হতদরিদ্র দু’পরিবারে ছেলে ও মেয়ের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।