॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এলাকায় পদ্মা নদীতে গতকাল ৩রা অক্টোবর সন্ধ্যায় ইলিশ মাছ ধরার সময় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩জন জেলেকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত সরকার কর্তৃক জারীকৃত ইলিশ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় বাংলাদেশ দন্ড বিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় তাদের আটককৃত প্রত্যেককে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ডিত জেলেরা হলো ঃ বাবু প্রামাণিক(২৬), আক্কাস মোল্লা(৩৫) ও আবুল প্রামানিক(৪৫)। এছাড়াও অভিযানের সময় ৩হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও জব্দকৃত ১৩টি ইলিশ মাছ এতিমখানায় প্রদান করা হয়।
রাজবাড়ী কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাজিনুর রহমান এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী উপস্থিত ছিলেন। জেলা পুলিশের ৩জন সদস্য ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।