শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব সমাপ্ত

  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০১৭

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশে গতকাল ৩০শে সেপ্টেম্বর রাতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী সনাতন হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গোৎসব সমাপ্ত হয়েছে।
পাংশা পৌরসভার বিভিন্ন এলাকার ২০টি পূজা মন্ডপের প্রতীমা পাংশা আদি মহাশ্মশানের পুকুরে বিসর্জন দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপের প্রতিমা সংশ্লিষ্ট এলাকায় বিসর্জন দেওয়া হয়। প্রতীমা বিসর্জনের পূর্বে আরতি করা হয়। পূজা মন্ডপ থেকে বিসর্জনস্থলে আরতিসহকারে প্রতিমা নিয়ে যাওয়া হয়।
জানাযায়, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতীমা বিসর্জন উপলক্ষে পাংশা আদি মহাশ্মশানে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দাস সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিত্ত রঞ্জন কুন্ডু, উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক অনিল কুমার বিশ্বাস, সহ-সভাপতি এডভোকেট ভোজ গোবিন্দ দে, সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, সাধারণ সম্পাদক গৌতম বসাকসহ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংশ্লিষ্ট পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতীমা বিসর্জন উপলক্ষে পাংশা আদি মহাশ্মশানে মেলা বসে।
প্রসঙ্গত, গত ২৬শে সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৭শে সেপ্টেম্বর মহাসপ্তমী, ২৮শে সেপ্টেম্বর মহাঅষ্টমী ও সন্ধিপূজা, ২৯শে সেপ্টেম্বর মহানবমী ও গতকাল শনিবার মহাবিজয়া দশমী পূজা শেষে রাতে প্রতীমা বিসর্জনের মধ্য দিয়ে ৫দিন ব্যাপী সনাতন হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পৌরসভাসহ উপজেলার ৮৫টি পূজা মন্ডপে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়। আলোকসজ্জা ও তোরণ নির্মাণসহ পূজামন্ডপ এলাকায় ব্যাপক সাজসজ্জা করা হয়।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম-সচিব রাম চন্দ্র দাস, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম, পিপিএম-সেবা, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ পাংশার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডপের নেতৃবৃন্দ তাদেরকে ফুলেল অভ্যর্থনা জানায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!