॥স্টাফ রিপোর্টার॥ সরকারী নির্দেশনা মোতাবেক চলমান কাবিখা কর্মসূচীর আওতায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে ১০হাজার তালগাছ রোপন কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ২৯শে সেপ্টেম্বর সকাল ১০টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তালগাছের চারা রোপনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন।
এ উপলক্ষে আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারী পরিসংখ্যান অনুযায়ী বর্তমান সময়ে সারা দেশে বজ্রপাতে অসংখ্য মানুষের প্রাণহানী ঘটছে। বিভিন্ন গবেষনা থেকে সরকারের কাছে প্রতিয়মান হয়েছে যে, দেশে যে সব অঞ্চলে তাল গাছের মত উচু বৃক্ষ নিধন করা হয়েছে সে সব অঞ্চলে বজ্রপাতে বেশী মানুষ মারা যাছে। যার কারণে সরকার বজ্রপাতের মত প্রকৃতিক দুর্যোগ থেকে ক্ষয়ক্ষতি ও প্রানহানী কমিয়ে আনার লক্ষ্যে দেশের প্রতিটি ইউনিয়নে কাবিখা কর্মসূচীর আওতায় পর্যায়ক্রমে রাস্তার পাশে ও জনবহুল এলাকায় দশ হাজার তালগাছ রোপনের উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারবাহিকতায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে ১০হাজার তালগাছ লাগানো কর্মসূচীর উদ্বোধন করা হয়।