॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গত ২৫শে সেপ্টেম্বর রাতে পৃথক ৩টি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানাগেছে, কলিমহর ইউপির ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিধান কুমার বিশ্বাস রাত সাড়ে ১১টার দিকে ফলিমারা-নওপাড়া সড়কে ডাকাতের কবলে পড়েন। বাবুপাড়া ইউপির সুজানগর গ্রামের আবুল সরদারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের ছোড়া গুলিতে গৃহকর্তা আবুল সরদারের ছেলে সাবদুল(১৬) ও তার নাতি সাইফুল(১৪) আহত হয়েছে। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কলিমহর ইউপির তত্ত্বিপুর গ্রামের আব্বাস শেখের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জানাযায়, কলিমহর ইউপির ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার বিধান কুমার বিশ্বাস রাত সাড়ে ১১টার দিকে মোটর সাইকেল চালিয়ে পাংশা থেকে দুরশোন্দিয়া নিজ গ্রামের বাড়ীতে যাওয়ার পথে বাড়ী থেকে ১কিলোমিটার দূরে ফলিমারা-নওপাড়া সড়কে ডাকাতের কবলে পড়েন। ৭/৮জনের ডাকাতদল তার মোটর সাইকেল গতিরোধ করে বিধান মেম্বারকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা ও মারধর করে এবং তার কাছে থাকা দেড় লাখ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র, চেক বই ও দুটি মোবাইল ফোনসেট লুণ্ঠন করে নিয়ে যায়। স্থানীয় লোকজন বিধান মেম্বারের গোংরানোর শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দেন।
বাবুপাড়া ইউপির সুজানগর গ্রামের আবুল সরদারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে রাত ২টার দিকে। প্রতিরোধ করার সময় ডাকাতের ছোড়া গুলিতে গৃহকর্তা আবুল সরদারের ছেলে সাবদুল(১৬) ও তার নাতি সাইফুল(১৪) আহত হয়। ডাকাতরা ১টি ককটেল বিস্ফোরণ ঘটনায় বলেও জানা গেছে।
এছাড়া তত্ত্বিপুর গ্রামের আব্বাস শেখের বাড়ীতে রাত দেড়টার দিকে হানা দিয়ে ডাকাত দল বাড়ীর লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও ২টি টর্চলাইট লুণ্ঠন করে নিয়ে যায় বলে জানা গেছে।
উল্লেখ্য, অতি সম্প্রতি কলিমহর ইউনিয়নে একটি গ্রামে দুর্ধর্ষ ডাকাতি ও ডাকাতিকালে নারী নির্যাতনের ঘটনা ঘটে। তবে লোক লজ্জার ভয়ে সংখ্যালঘু ওই পরিবার নির্যাতনের ঘটনা চেপে গেলেও ডাকাতির ঘটনায় কোন মামলা হয়নি।