॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশায় মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমী কেন্দ্রে(ভেন্যু পাংশা সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা) গতকাল শুক্রবার সকালে শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জাতীয় দক্ষতামান বেসিক ৩৬০ ঘন্টা (৬মাস ও ৩ মাস মেয়াদী কোর্সের (জুলাই-ডিসেম্বর ও অক্টোবর-ডিসেম্বর-২০১৬ সেশন) ২০১৬ সনের চুড়ান্ত লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তা কামাল মোস্তফা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
জানাযায়, মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমী, পাংশা ইন্সটিটিউব অব কম্পিউটার টেকনোলজি, মা কম্পিউটার ইন্সটিটিউট ও কালুখালী কম্পিউটার ইন্সটিটিউটের বিভিন্ন ট্রেডে ৪২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, মনোয়ারা কুতুবুদ্দিন কম্পিউটার একাডেমীর নির্বাহী পরিচালক মামুন-উর-রশিদ জোয়ার্দ্দার, পাংশা সরকারী কলেজের অধ্যাপক হাজারী আবুল হাসিম ও অধ্যাপক মেহেদী হাসান লিটন, পাংশা ইন্সটিটিউব অব কম্পিউটার টেকনোলজির পরিচালক মোঃ আলাউদ্দিন হোসেন, মা কম্পিউটার ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট শামীম আহম্মদ ও কালুখালী কম্পিউটার ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মোজাহার আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পরীক্ষা পরিচালনায় কেন্দ্রে দায়িত্ব পালন করেন।