বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

ব্যতিক্রমী উদ্যোগ॥মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আলীপুরে নিরাপত্তা লাইট উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা লাইট স্থাপন করা হয়েছে।
গতকাল ২৪শে সেপ্টেম্বর সন্ধ্যার পর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সুইচ টিপে নিরাপত্তা লাইট(সড়ক বাতি) জ্বালিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলার এসিল্যান্ড আ.ন.ম আবুজর গিফারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান শওকত হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু, বসন্তপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আদেল উদ্দিন মোল্লা, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক ব্যাপারী, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সরদার আলী, মুক্তিযোদ্ধা মোমরেজ খান ও সাংস্কৃতিক সংগঠন পরিবর্তন এর সভাপতি হান্নান খান বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থাপনা করেন আলীপুর ইউনিয়নের ছাত্র ফোরামের আহবায়ক মোঃ সলেমান খলিফা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সদর এসিল্যান্ড আ.ন.ম আবুজর গিফারী বলেন, এটি একটি মহতী উদ্যোগ। ভাল মন মানষিকতা থাকলেই এ ধরণের কাজ করা সম্ভব। সেটিই করে দেখিয়েছেন আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাসান। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কারেণই তিনি রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি মনে করি তিনি শুধু রাজবাড়ীতেই নয় একদিন দেশের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হবেন।
নিরাপত্তা লাইট স্থাপনের উদ্যোগকে ভূয়শী প্রশংসা করে তিনি আলীপুর ইউনিয়ন চেয়ারম্যান শওকত হাসানকে আলোর ফেরীওয়ালা বলে আখ্যায়িত করেন। উন্নয়নের আলো দিয়ে আলীপুর ইউনিয়নকে ভবিষ্যতে আরো আলোকিত করবেন বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান শওকত হাসান বলেন, ইউনিয়নের প্রত্যেকটি নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমার একটাই চাওয়া আলীপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা এবং জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে সুনাম অর্জন করা। রাষ্ট্রের মালিক জনগণ। আর এই জনগণের টাকা দিয়েই দেশের উন্নয়ন করা হয়। আর জনগণকে ভাল রাখার দায়িত্ব আমাদের।
তিনি আরো বলেন, ইতিমধ্যেই আলীপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে ও গুরুত্বপূর্ণ স্থানে প্রায় দুই শতাধিক নিরাপত্তা লাইট স্থাপন করা হয়েছে। এতে সাধারণ মানুষ নির্বিঘেœ পথ চলতে পারবে। ফলে অপরাধ প্রবনতা আরো কমে যাবে। এছাড়াও আলীপুর ইউনিয়ন পরিষদের ওয়েব সাইট তৈরী করা হয়েছে। সেখানে এ ইউনিয়নের প্রত্যেকটি পরিবারের সদস্যের তথ্য থাকবে। ইতিমধ্যেই পরিবার শুমারী করা হচ্ছে। এর ফলে বিশে^র যে কোন প্রান্ত থেকে আলীপুর ইউনিয়ন সম্পর্কে তারা যেকোন তথ্য জানতে পারবে।
তিনি আলীপুর ইউনিয়নের মধ্যে সকল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পড়ালেখায় আরো উৎসাহিত করার জন্য খাতা কলম বিতরণ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। শুধু তাই নয় মডেল ইউনিয়ন গড়তে যে পদক্ষেপগুলো দরকার তিনি সেটা বাস্তবায়ন করবেন।
চেয়ারম্যান শওকত হাসান ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক, সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কর্মকান্ডে এগিয়ে আসার জন্য সকলকে আহবান জানান এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কর্মকান্ডের লক্ষ্যে ইউনিয়নবাসীকে সহযোগিতার জন্য উদ্বুদ্ধ করেন।
পরে যারা বিদ্যুৎ দিয়ে এ কার্যক্রমের সহযোগিতা করেচেন তাদের মধ্যে বিশেষ বন্ধু পরিবার হিসেবে সনদপত্র প্রদান করা হয়। এই সনদের কারণে তারা সুনাগরিক হিসেবে চিহিৃত করা হবে। তারা ইউনিয়ন পরিষদ থেকে যেকোন সেবা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।
উল্লেখ্য, রাজবাড়ীতে আলীপুর ইউনিয়নেই প্রথম নিরাপত্তার জন্য বিভিন্ন হাট বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক লাইট স্থাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!