Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দি উপজেলার জামালপুরের কুমার নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহমান কুমার নদীতে গতকাল ২৩শে সেপ্টেম্বর ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মীর্জা ফরিদুজ্জামানের পৃষ্ঠপোষকতায় স্থানীয় বেগম সামছুর নাহার স্মৃতি সংঘের উদ্যোগে রতনদিয়া বালুরঘাট এলাকায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য নাজমুল হাসান মিন্টু, নূর মোহম্মদ ভুঁইয়া, সংরক্ষিত মহিলা সদস্য কোহিনুর বেগম এবং ডাঃ মির্জা আসিফ আকবর নিবির। সভাপতিত্ব করেন বসন্তপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলিমুজ্জামান মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার বলেন, জেলা পরিষদের সদস্য তরুণ নেতা মীর্জা ফরিদুজ্জামান যে আযোজন করেছে সেটা সত্যি গর্বের। এখানে প্রায় ৮ থেকে ১০ হাজার দর্শকের সমাগম হয়েছে। এ থেকে বোঝা যায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য মানুষ কতো ভালবাসে। তিনি আয়োজককে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতে এখানে আমাদের সকলের পৃষ্ঠপোষকতায় নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
জেলার ৫টি উপজেলা থেকে ৮টি নৌকার অংশগ্রহণে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উদয়পুরের হীরার তরী প্রথম স্থান, বাবার দোয়া দ্বিতীয় স্থান এবং ব্রজেন্দ্রনাথ বাউয়ালীর নৌকা তৃতীয় স্থান অধিকার করে।