সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কেকেএস বালিকা ভলিবল টুর্নামেন্টে কাজী হেদায়েত হোসেন বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

  • আপডেট সময় শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে গতকাল ২২শে সেপ্টেম্বর বিকেলে ‘কেকেএস বালিকা ভলিবল টুর্নামেন্ট-২০১৭’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং সোনালী অতীত ক্লাবের সহযোগিতায় কেকেএসের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী ৮টি দলের অংশগ্রহণে ৩দিনের এই টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনালে কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা ট্রফি বিতরণ করেন। জেলা পরিষদের চেয়ারম্যান ও কেকেএসের নির্বাহী পরিচালক ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার(ক্রাইম) মোঃ আছাদুজ্জামান এবং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার সালমা বেগম পিপিএম-সেবা বলেন, এই খেলায় যারা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমার আন্তরিক শুভে”চ্ছা। দু’টি দল না হলে খেলা হয় না-এক দলকে হারতেই হয়, তাই আরও ভালভাবে খেলে সামনে বিজয়ী হতে হবে। কেকেএসের এই উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে শিশুদেরকে নিয়ে তারা যে কার্যক্রম রাজবাড়ীতে পরিচালিত করছে তা আমাদেরকে অভিভূত করে। এই কার্যক্রমের মধ্য দিয়ে শিশুদের সমাজের প্রতি দায়বদ্ধতা এবং দলীয়ভাবে যে কোন কর্মকান্ড পরিচালনা করা যায়, তা শেখাতে পারে।
সভাপতির বক্তব্যে ফকীর আব্দুল জব্বার বলেন, কেকেএসের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে শিশু-কিশোর ও তরুণদের মননশীল ও সুকুমার বৃত্তির উন্নয়ন, সুসংস্কৃতি, প্রগতিশীলতা, ইতিবাচক ও উন্নত মূল্যবোধ, অধ্যবসায়, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতা শিক্ষা, সামাজিক চুক্তিসমূহের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ শেখানো। এই কর্মসূচী রাজবাড়ী জেলার ৫টি উপজেলার তৃণমূল পর্যায়ে বিভিন্ন স্কুল-কলেজ, ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় সাংস্কৃতিক, ক্রীড়া, সম্মাননা, মেলা এসব বিষয়ের উপর বছরব্যাপী নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাবে। আমরা রাজবাড়ী জেলার বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি প্রভৃতি এই কর্মসূচীর মধ্য দিয়ে নতুন করে পরিচিতি ঘটাবো। সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত মুক্তিযুদ্ধের তথ্যচিত্র প্রদর্শনী করে যাবো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!