মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৫০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী জেলার সকল উন্নয়ন প্রকল্প পরিদর্শনের জন্য জেলা প্রশাসককে আইএমইডি সচিবের নির্দেশ

  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব মোঃ মফিজুর রহমানের সাথে রাজবাড়ীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত দপ্তর সমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভিডিও কনফারেন্স গতকাল ২১শে সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সচিব মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান এ শামীম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ আমিনুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী(অঃ দাঃ) মানিক লাল দাস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী মিল্লাত, বিআরডিবি’র ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান প্রমুখ।
এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের শেখ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত দপ্তর সমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব মোঃ মফিজুর রহমান বলেন, জেলার পল্লী অঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য স্থানীয় সরকার বিভাগের তথ্য মতে, জেলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমি আশা করবো, পল্লী অবকাঠামোর এই সকল প্রকল্প বাস্তবায়নের সাথে সাথে সেগুলোর রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা করতে হবে। যাতে এই সকল প্রকল্পের কাজগুলো টেকসই ও দীর্ঘস্থায়ী হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গভীর নলকূপ বসানোসহ স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও নিরাপদ পানি সরবরাহের জন্য একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ বাস্তবায়ন করছে, যা নির্দিষ্ট সময়ে সম্পন্ন হবে বলে আশা করা যায়। জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও ওজোপাডিকো তাদের বিভিন্ন সাব-স্টেশন নির্মাণ ও নতুন বিদ্যুৎ লাইন স্থাপনে প্রকল্প গ্রহণ করেছে। এ সকল প্রকল্পের কাজ অবশ্যই নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে। পানি উন্নয়ন বোর্ড রাজবাড়ী শহর রক্ষা বাঁধ স্থায়ী সংরক্ষণের জন্য সিসি ব্লক স্থাপনের দ্বিতীয় ফেজের একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান যাতে সঠিকভাবে প্রকল্পের কাজ সম্পাদন করে সেদিকে খেয়াল রেখে প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে, যাতে কোন অবস্থাতেই নিম্নমানের কাজ না হয়। এছাড়াও নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলার যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয়। রাজবাড়ী সড়ক বিভাগ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক সংস্কার ও প্রশস্তকরণের একটি প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাজের মান যাতে উন্নত ও টেকসই হয় সেদিকে খেয়াল রাখতে হবে এবং রাস্তা তৈরীর ক্ষেত্রে সড়ক যাতে সোজা হয় ও রাস্তায় পানি জমে যাতে নষ্ট না হয় সে জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা রেখে কাজ করতে হবে। গণপূর্ত বিভাগ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলায় যে সমস্ত সরকারী বিল্ডিং তৈরী করছে সেগুলোর কাজের মান অবশ্যই ভাল রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, রক্ষণাবেক্ষণের অভাবে সরকারী ভবনের ছাদের উপরে পানি জমে শ্যাওলা-গাছ জন্মে ভবন ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে ভবনের স্থায়ীত্ব বাড়ানোর জন্য সংশ্লিষ্ট বিভাগকে ভবন রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে, যাতে কোন অবস্থাতেই শ্যাওলা অথবা গাছ জন্মে ভবন নষ্ট না হয়।
এ ছাড়াও তিনি সকল উন্নয়ন প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কি না বা কাজের ক্ষেত্রে কোন সমস্যা হচ্ছে কিনা সেটা পরিদর্শনের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন। বর্তমান জেলা প্রশাসকের নেতৃত্বে রাজবাড়ী জেলার সকল উন্নয়ন প্রকল্প টেকসই ও দীর্ঘস্থায়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ ও জেলার সকল উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরার জন্য জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ সকল কর্মকর্তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পক্ষ থেকে ধন্যবাদ জানান।
ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তার বক্তব্যে সচিবকে জানান, তার যোগদানের পর থেকে রাজবাড়ী জেলায় সকল উন্নয়ন প্রকল্পের কাজ টেকসই উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে বাস্তবায়িত হচ্ছে। জেলার সমস্ত উন্নয়ন কর্মকান্ড নিয়ে প্রতি মাসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটিতে আলোচনা করাসহ প্রকল্পের অগ্রগতি, কাজের মান ও প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। জেলা প্রশাসক হিসেবে আমি এবং জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ প্রতিনিয়ত বিভিন্ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা পরিদর্শন করছেন। এই পরিদর্শন ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের কারণেই এবারের বন্যায় জেলার শহর রক্ষা বাঁধ ভাঙ্গনের হাত থেকে রক্ষার কারণে জেলার একটি বিশাল অংশ বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। আমি মনে করি সকল বিভাগের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রাজবাড়ী জেলার সকল উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের(আইএমইডি) জেলার সকল উন্নয়ন কর্মকান্ড নিয়ে ভিডিও কনফারেন্স আয়োজনের জন্য সচিবসহ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা, কৃষি ঋণ কমিটির সভা, জেলা এনজিও সমন্বয় কমিটির সভা, জেলা ভিক্ষুক পুনর্বাসন কমিটির সভাসহ মোট ৬টি সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!