॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী থানায় কর্মরত পুলিশ কনস্টেবল(কং-২৩১) শহিদুল ইসলাম(৫১) গতকাল ২২শে ডিসেম্বর বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।
রাজবাড়ী সদর থানার পিএসআই মোঃ আব্দুল খালেক জানান, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ও কনস্টেবল শহিদুল ইসলাম মোটর সাইকেলযোগে একটি ইউডি মামলা তদন্তে যাওয়ার উদ্দেশ্যে থানা থেকে বের হন। পথিমধ্যে জৌকুড়া ফেরী ঘাট এলাকায় পৌছালে শহিদুল অসুস্থ্য হয়ে পড়েন। এরপর সেখানে তাকে স্থানীয় এক ডাক্তারকে দেখানো হলে প্রেসার অনেক বেড়ে গেছে বলে তিনি জানান। এ সময় নছিমন গাড়ী যোগে তাকে দ্রুত সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ সৌরভ জানান, বিকেল ৪টা ২৫মিনিটে পুলিশ কনস্টেবল শহিদুলকে হাসপাতালে আনা হয়। কিন্তু তার আগেই সে মারা যায়।
এদিকে খবর পেয়ে তাৎক্ষনিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, ডিবি’র ওসি ওবাইদুর রহমানসহ সকল পুলিশ অফিসারগণ সদর হাসপাতালে শহিদুল ইসলামকে দেখতে যান।
মৃত কনস্টেবল শহিদুল ইসলাম ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চরসুলতানপুর গ্রামের মোঃ ফজলুর রহমান প্রামানিকের পুত্র। তিনি ৪মেয়ে ও ২পুত্র সন্তানের জনক ছিলেন। তিনি ০৩/১০/১৯৮৩ সালে চাকুরীতে যোগদান করেন। ০৯/০১/২০১৩ তারিখে তিনি রাজবাড়ী জেলা পুলিশে যোগদানের পর সদর থানায় পোস্টিং পান। ৩৩বছর ২মাস ১৯দিনের চাকুরী জীবনে তিনি ৪৯টি পুরস্কার পেয়েছেন।
তার মৃত্যুতে রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম,পিপিএম-সেবা গভীর শোক প্রকাশ করাসহ শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।